সাজিদের মৃত্যর সুষ্ঠু তদন্ত চায় তার পরিবার: ড. নাসিরুদ্দিন মিঝি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিরুদ্দিন মিঝি বলেন, “সাজিদ হত্যার তদন্তের কার্যক্রম কত দূর এগিয়েছে তা জানার জন্য গতকাল সাজিদ আব্দুল্লাহর বাবা ও চাচা ক্যাম্পাসে এসেছিলেন। সাজিদের বাবা বলেন আমার সন্তানের যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে আমার কিছু বলার নেই।
তবে তার মৃত্যুর সাথে যদি কোন অপখাত জড়িত থাকে তবে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চায়। পাশাপাশি তিনি বলেছেন বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রেখে সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যর সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীকে শনাক্ত ও বিচার করবেন। এসময় তিনি লাশ নিয়ে অপরাজনীতি না করার অনুরোধ জানায়।”
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা গুলো তিনি বলেন।
এসময় উপস্থিত ছিলেন থিওলজি এ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ জাকির হোসেন, অধ্যাপক ড. আ ন ম এরশাদ উল্লাহ, শাখা বৈবিছাআ এর সমন্বয়ক এস এম সুইট, ছাত্রশিবির সভাপতি মাহামুদুল হাসান, ছাত্রদল আহ্বায়ক শাহেদ আহমেদ, ছাত্র ইউনিয়ন সভাপতি নূর আলম সিদ্দিকী, ছাত্র আন্দোলন সভাপতি ইসমাইল হোসেন রাহাত, খেলাফত মজলিস সভাপতি সাদেক আহমেদ সহ সংগঠনগুলোর নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, সাজিদের মৃত্যু বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে চোখ খুলে দিয়েছে। এই ঘটনার ফয়সালা না হওয়া পর্যন্ত আল কুরআন বিভাগ কাজ করে যাবে। আমরা শিক্ষার্থীদের সকল দাবির সাথে একমত। তবে সকল কিছুর আগে এ ঘটনার তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে।
অন্যান্য দাবিগুলো আদায় করতে গিয়ে মুখ্য বিষয় যেন হারিয়ে না যায়। এ বিষয় নিয়ে যেনো কোনো ধরনের অপপ্রচার না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আল কুরআন বিভাগের শিক্ষার্থীদের নেতৃত্বে সকল শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণ করবে। সাজিদের এমন মৃত্যুতে দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও হল কতৃপক্ষের তদন্ত কমিটি এবং পুলিশ প্রশাসন কাজ অব্যাহত রাখছে।”
প্রসঙ্গত, গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে সাজিদ আব্দুল্লাহর মরদেহ ভেসে থাকতে দেখে শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা ও ইবি থানা পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষ পৃথক তদন্ত কমিটি তঠন করেছে। সাজিদ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ জিয়াউর রহমান হলের ১০৯ নং রুমে থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন