সাজেকে চান্দের গাড়ি উল্টে ৮ পর্যটক আহত

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেক যাওয়ার পথে চান্দের গাড়ি উল্টে অন্তত সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খাগড়াছড়ি দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে সাড়ে ১১টায় মাচালং বাজার থেকে দুই কিলোমিটার আগে একুজ্জাছড়ি এলাকায় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানান।

পুলিশ জানায়, পর্যটকবাহী চান্দের গাড়ি বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা ১১ জন পর্যটকের মধ্যে ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, সাজেকে সড়ক দুর্ঘটনায় ৭- ৮জন আহত হয়েছেন। এর মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন, একজনের হাত ভেঙে গেছে। তাঁদের দুজনকে জিপ সমিতির লোকজন খাগড়াছড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।