সাতক্ষীরায় অসুস্থ আ.লীগ নেতা মাজেদ খানের শয্যাপাশে এমপি সেঁজুতি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/IMG_20240318_160300-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরা পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অসুস্থ মো.আব্দুল মাজেদ খানের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
সোমবার (১৮ মার্চ) বিকাল সাতক্ষীরা শহরের কামাননগরস্থ চিকিৎসাধীন থাকা নিজ বাড়িতে উপস্থিত হয়ে এমপি সেঁজুতি তার চিকিৎসার খোঁজখবর নেন।
এসময় তার সাথে ছিলেন দৈনিক সাতক্ষীরা সকালের বার্তা সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু, বাসসের জেলা প্রতিনিধি দিদারুল ইসলাম, এস এম হাবিবুল হাসান, আওয়ামী লীগ নেতা কাজী মেহেরুন নেছা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ সুলতান মিলন প্রমুখ।
প্রসঙ্গত, হার্টের সমস্যাজনিত কারণে প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আব্দুল মাজেদ খান বেশ কিছু দিন শারিরীক বিভিন্ন রোগে ভুগছেন বলে তার পারিবারিক ভাবে জানান।
এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আনারুল ইসলাম রনির মাতৃ নিয়োগে তার পরিবারের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।
অন্যদিকে পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত সাবেক সভাপতি মো. আতিয়ার রহমানের বাড়িতে যান এবং তাদের পরিবারের সাথে কুশল বিনিময় করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন