সাতক্ষীরায় ইউএনও শেখ রাসেলের বিরুদ্ধে সাংবাদিক হেনাস্তার অভিযোগ, তদন্তে কমিটি

সাতক্ষীরার তালায় অনিয়ম ও দুর্নীতির তথ্য আড়াল করতে সাংবাদিককে হেনস্তা করার অভিযোগ উঠেছে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেলের বিরুদ্ধে। বোরবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে তালা ইউএনও’র কক্ষে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) এঘটনার প্রতিকার চেয়ে খুলনা বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভূক্তভোগী সাংবাদিক শাহীনুর রহমান।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২৩ সেপ্টেম্বর শেখ মোঃ রাসেল তালা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। এরপর কেনাকাটাসহ তার বিভিন্ন অনিয়মের কথা জানতে পেরে কিছুদিন ধরে তথ্য-উপাত্ত নেওয়ার চেষ্টা করছিলো শাহীনুর রহমান। বিষয়টি জানতে পেরে ইউএনও তার উপর বেশ অসন্তুষ্ট ছিলেন।

গতকাল রোববার (৯ ফেব্রুয়ারী) বিজ্ঞাপনের লটারী প্রসঙ্গে তালা উপজেলা নির্বাহী অফিসারের আমন্ত্রণে শাহীনুর রহমানসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা নির্বাহী অফিসারের কার্যালয়ে যায়। লটারী অনুষ্টান শুরুর দিকে উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন আওয়ামী লীগ পন্থী এমন কোন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবেনা।

এসময় উপস্থিত সাংবাদিকরা মনঃক্ষুন্ন হয়ে বলেন পত্রিকার আবার দল আছে নাকি। এসব নিয়ে হট্টগোলের একপর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেলের ইশারায় তার অফিস কক্ষ্যে থাকা ঠিকাদার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি শাহীনুর রহমানকে হেনাস্তাসহ অপমান অপদস্ত করে বের করে দেন।

শাহীনুর রহমান জানান, শেখ রাসেল তালা উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পর কেনাকাটাসহ সামগ্রিক কার্যক্রমের তথ্য উপাত্ত নেওয়ার চেষ্টা করছিলাম। বিষয়টি নিয়ে স্বয়ং নির্বাহী অফিসার বেশ অসন্তুষ্ট ছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে সকল সাংবাদিকের উপস্থিতিতে লোক দিয়ে এভাবে অপমান অপদস্ত করেছেন।

প্রকৃত অর্থে উপজেলা নির্বাহী অফিসার যোগদানের পরে বেশ কয়েকটি বিষয়ে অনিয়ম হয়েছে সেই অনিয়মের বিষয়টি ঢাকতে তার নির্দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি, তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

এদিকে, গণমাধ্যম কর্মীকে হেনস্থার ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। পক্ষান্তরে, উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেলকে নির্দোষ প্রমাণ করতে অভিযুক্ত জাহাঙ্গীর সহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কয়েকজন নেতা দৌঁড়ঝাপ শুরু করছেন বলে জানা গেছে।

খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার বলেন, সাংবাদিককে হেনস্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি তদন্ত টিম গঠন প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত টিম প্রতিবেদন জমা দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।