সাতক্ষীরায় এমপি সেঁজুতিকে ভোমরা আওয়ামী লীগের পক্ষে ফুলেল শুভেচ্ছা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/IMG-20240318-WA0001-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগ।
সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়স্থ সাংসদের নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে এই ফুলের শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো.আনারুল ইসলাম গাজী,এস এম রফিকুল ইসলাম, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু প্রমুখ।
এদিকে বিকালে পৌরসভার কামালনগর ও রাধানগর এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আজগা আলী সরদার, ব্যাংকার আব্দুল জলিল, মাস্টার রফিকুল ইসলাম, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, সুলতান হোসেন, ডা: মুকুল, ওয়াজেদ আলী চৌধুরী, আব্দুস সোবহান, আব্দুল গফ্ফার, শওকত আলী, মিজানুর রহমান প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন
সাতক্ষীরায় প্রবীণ সাংবাদিক আব্দুল ওয়াজেদ কচির চিকিৎসার খোঁজখবর নিলেন এমপি সেঁজুতি (পূর্বের সংবাদ)