সাতক্ষীরায় এমপি সেঁজুতির সাথে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরায় ৩১৩, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতির সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন ধুলিহর-ব্রহ্মরাজপুর-ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এসময় শ্রমিক নেতৃবৃন্দ এমপি লায়লা পারভীন সেঁজুতিকে ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধনা জানান।

রবিবার (১৬ জুন) সকালে ৩১৩, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতির ইটাগাছা রাধানগরস্থ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা জানানো হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুলিহর-ব্রহ্মরাজপুর-ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আসন্ন ইউপি নির্বাচনে ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মমিনুর রহমান মুকুল, ধুলিহর-ব্রহ্মরাজপুর-ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো. আব্দল হামিদ বাবু, নারী নেত্রী রওশন আরা রুবি, মেহেরুন নেছা প্রমুখ।

মতবিনিময়কালে এমপি সেঁজুতি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ক্ষুদ্র আলপিন থেকে শুরু করে বড় বড় জাহাজ নির্মাণের কাজে শ্রমিকরা জড়িত। শ্রমিকদের ঘামেই নির্মাণ হয় একটি দেশের অবকাঠামো। শ্রমিকরাই পারে একটি দেশের চেহারা বদলে দিতে। শ্রমিকরাই দেশের উন্নয়নের সৈনিক। শ্রমিকদের হাত দিয়ে গড়ে উঠছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ। বর্তমান আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি ধুলিহর-ব্রহ্মরাজপুর-ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।