সাতক্ষীরায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
সাতক্ষীরায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এসময় তারা সড়ক অবরোধ করে রাখে।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সাতক্ষীরা-খুলনা সড়ক অবরোধ করে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এ সময় তারা বিক্ষোভ মিছিল করে কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সাতক্ষীরা শহরের খুলনা মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
অবরোধের ফলে খুলনা রোড মোড়ের তিন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। অথচ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।
তারা আরও বলেন, আমরা এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় আমাদের অনেক ভাই ও বোনেরা আহত হয়েছে। তাদের রক্ত ঝরেছে। এ ঘটনায় বিচারের দাবি জানাই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন