সাতক্ষীরায় ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল ও প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি অলিউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোস্তাক আহমেদ।
তিনি বলেন, মাঠের খেলাকে আনন্দদায়ক ও প্রাণবন্ত করে দর্শকদের কাছে ফুটিয়ে তোলেন ধারাভাষ্যকাররা। আপনারা ভালো ধারাভাষ্যকার যেমন, তেমন মানুষ হিসেবে আদর্শবান, নৈতিকতা, সৎ থাকবেন এই আশা করি।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবুল হাসান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা ক্রীড়ার উর্বর জেলা। সাতক্ষীরাতে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে। সাতক্ষীরা জেলার সড়কগুলো সংস্কার ও উন্নয়নে যুব ও ক্রীড়া উপদেষ্টা ইতোমধ্যেই কাজ শুরু করেছেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক রিপন বিশ্বাস, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ধারাভাষ্যকার (বাংলাদেশ বেতার ও টেলিভিশন) মো. আলফাজ উদ্দীন আহমেদ, মো. সামসুল ইসলাম, জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার
সাবেক ফিফা রেফারি ও জাতীয় পুরুষ্কারপ্রাপ্ত তৈয়ব হাসান বাবু, জেলা ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং বিভাগীয় সভাপতি আ.ম আখতারুজ্জামান মুকুল, জেলা ফুটবল এসোসিয়েশনের মো. ইকবাল কবির খান বাপ্পি, মো. ইদুজ্জামান ইদ্রিস, শেখ মাসুদ আলী প্রমুখ।

প্রথম পর্বে নব-নির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ পাঠ, ফুল দিয়ে বরণ করে নেয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২য় পর্বে ধারাভাষ্যকারদের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ধারাভাষ্যকার
মো. সামসুল ইসলাম ও মো. আলফাজ উদ্দীন আহমেদ।

প্রশিক্ষন শেষে সনদপত্র, ক্যাপ, গেন্জি বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সঞ্চয় কুমার সরকার, এম.আর.মোস্তাক ও আফজাল হোসেন।