সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে প্রাচীর নির্মাণের চেষ্টা, থানায় অভিযোগ

সাতক্ষীরা শহরের কাটিয়া রেজিস্ট্রি অফিসের সামনে জমি দখল নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।
জমির সীমানা না মেপে জোরপূর্বক প্রাচীর নির্মাণের অভিযোগে এক নারী সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে একই এলাকার কামরুল ইসলাম (৬৫), মোছাঃ আশা খাতুন (৪০) ও তরিকুল ইসলাম (৬০) মিসেস সালমা ইসলামের জমির ভেতর দিয়ে প্রাচীর নির্মাণের চেষ্টা করেন। বাধা দিলে তারা গালিগালাজ ও খুন-জখমের হুমকি দেন। এ সময় স্থানীয় মোঃ পলাশ ও মোঃ নয়নসহ আরও অনেকে ঘটনাটি প্রত্যক্ষ করেন।
মিসেস সালমা ইসলাম অভিযোগে উল্লেখ করেন, স্বামী এমএম রবিউল ইসলাম বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটায়। এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন