সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা যুব দলের আহবায়ক এইচ আর মুকুল এর সভাপতিত্বে এবং সাবেক জেলা যুব দলের সাংহঠনিক সম্পাদক মো. শফিকুল আলম বাবুর সঞ্চালনায় বর্ণাঢ্য র‍্যালি, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ মাছুম বিল্লাহ শাহীন, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, দেবহাটা উপজেলা যুব দলের আহবায়ক কামরুজ্জামান।

পৌর যুব দলের আহবায়ক আলী শাহীন, সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম, পৌর যুব দলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, সদর থানা যুব দলের যুগ্ম আহবায়ক সুমন রহমান, সাবেক জেলা যুব দলের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ শাহরিয়ার হাসিব, দেবহাটা উপজেলা যুব দলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, কালিগঞ্জ উপজেলা যুব দলের সদস্য সচিব আব্দুল আজিজ।

১নং যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, রবিউল্লাহ বাহার, শ্যামনগর উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুব নেতা সোহাগ, দেবাশীষ চৌধুরী, তরিকুল ইলমাম কল্লোল, কাজী রাছিউল করিম রোমান, সানু, আশরাফ প্রমুখ।

র‍্যালি ও আলোচনা সবার শেষে শহরের নিউমার্কেটের সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।