সাতক্ষীরায় জাতীয় স্কাউটস দিবস পালিত

‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় জাতীয় স্কাউটস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে র্যালি, সদর উপজেলা স্কাউটস এর উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিসি বাংলো সংলগ্ন স্কাউটস ভবন থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট স্কুলে শেষ হয়।
পরে কালেক্টরেট স্কুল চত্বরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চলে।
সবশেষ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা স্কাউটস এর কমিশনার শাহাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় স্কাউটস এর সহ-সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা স্কাউটস-এর কমিশনার আব্দুল মাজেদ, সদর স্কাউটস-এর সেক্রেটারী মনোরঞ্জন মন্ডল, ইউনিট লিডার ইমরান হোসেন, মোবাশ্বের রহমান প্রমুখ।
এসব কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্কাউটস সদস্যরা অংশগ্রহন করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন