সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটি (ডিআরসি)’র সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর ‘২৫) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও বিআরটিএ সাতক্ষীরা সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি: উসমান সরওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা পৌরসভার সিইও, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) শাহাবউদ্দিন মোল্লা, এলজিইডি’র সহকারী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান, আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু।
কার্যকারী সভাপতি, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতি, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, ভারপ্রাপ্ত সভাপতি, নিরাপদ সড়ক চাই, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ক্যাশিয়ার শেখ হুমায়ূন কবির, ও অটোরিক্সা, অটোটেম্পু মালিক সমিতির মোঃ জাহিদ হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিন।
সভায় যে সকল সাতক্ষীরা পৌরসভার ভিতরে ইজিবাইক চলাচল বন্ধ, পৌরসভার মধ্যে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বাস টার্মিনাল থেকে মিনিবাস ছাড়ে যাওয়ার পরে সাতক্ষীরা মুন্সীগঞ্জ রুটের মিনিবাস সঙ্গীতা মোড়।
সাতক্ষীরা থেকে আশাশুনি রুটের মিনিবাস দিঘীর পাড়, সাতক্ষীরা থেকে খুলনা রুটের মিনিবাস নারিকেলতলা মোড়ে ও সাতক্ষীরা থেকে যশোর রুটের মিনিবাস কদমতলা বাজারে দাঁড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্য সচিব ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার উসমান সরওয়ার আলম।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন