সাতক্ষীরায় জেল হত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

সাতক্ষীরায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিসিডিএস ভবনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, ত্রাণ সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, শিক্ষা ও
মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, এ্যাড. সৈয়দ
জিয়াউর রহমান বাচ্চু, নাজমুল আসিফ মুন্নী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো.
মফিজুর রহমান প্রমুখ।

এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা
উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইফুদ্দিন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।