সাতক্ষীরায় দলিল লেখক সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়ায় আবু হাসান কে শুভেচ্ছা

সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু হাসান সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হওয়া সর্বস্তরের দলিল লেখক ও সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

উক্ত নির্বাচনে মোট ১০১ জন ভোটারের মধ্যে ১০০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু হাসান সর্বোচ্চ ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাহাঙ্গীর আলম মুন্না পেয়েছেন ১৮ ভোট। আবু হাসান বিগত সময়ে সফলতার সাথে দলিল লেখক সমিতির প্রচার সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে টানা ৩ বার সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু হাসান বলেন, চারপাশে উৎসব মুখর পরিবেশ বিরাজমান রয়েছে। এবারের নির্বাচন অন্ত্যান্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। আশা করি যারা নির্বাচিত হয়েছেন তাদের মাধ্যমে সাতক্ষীরা সাব- রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি পাবে। নির্বাচিত সকলকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।