সাতক্ষীরায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সুজনের সাথে অবহিতকরণ সভা
সাতক্ষীরায় সুজন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
দ্যা হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুশানের জন্য নাগরিক (সুজন) এর সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাশ।
সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাঙ্গার প্রজেক্ট ও সুজনের খুলনা বিভাগীয় সমন্বয়কারি মাসুদুর রহমান রঞ্জু।
সুশানের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল ওয়াহেদ, সাবেক অধ্যক্ষ দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই-এলাহী, সহকারি অধ্যাপক ভারতেশ্বরী বিশ্বাস প্রমূখ।
অনুষ্ঠানে সুজনের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সকল দলের প্রার্থীদের সাথে জনগনের মুখোমুখি অনুষ্ঠান, নির্বাচনের আগে ও পরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একইসাথে মানুষ যাতে তাদের ভোটাধিকার নির্বিগ্নে প্রয়োগ করতে পারে সে বিষয়ে জনগনকে সচেতন করার জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন