সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, সাতক্ষীরায় সিটি কলেজে দক্ষতা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মোটরযান চালকদের সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনার বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ তাজুল ইসলাম, সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ জয়ন্ত সরকার, ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ আজিজুর রহমান এবং মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।

প্রশিক্ষণের শুরুতেই চালকদের শপথ বাক্য পাঠ করানো হয়। প্রধান প্রশিক্ষক জিয়াউর রহমান চালকদের উদ্দেশ্যে বলেন, ‘যাত্রীদের সাথে সদাচরণ করা এবং যানবাহন পরিচ্ছন্ন রাখা চালকদের দায়িত্ব। যাত্রীবাহী গাড়িতে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন করা এবং অতিরিক্ত ভাড়া না নেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো যাবে না এবং নারী ও প্রতিবন্ধী আসন সংরক্ষণ নিশ্চিত করতে হবে।’ এই কর্মশালায় বিভিন্ন পেশার ৭৪ জন গাড়িচালক অংশ নেন।

সাতক্ষীরার সড়ক নিরাপত্তা উন্নয়নে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় এ ধরনের উদ্যোগ গাড়িচালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে সহায়ক হবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে চালকদের মধ্যে পেশাগত দক্ষতা এবং নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি পাবে, যা সার্বিকভাবে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।’

এই কর্মশালার মাধ্যমে গাড়িচালকদের পেশাগত জ্ঞান এবং নিরাপদ সড়ক চলাচল নিশ্চিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। সামগ্রিকভাবে, চালকদের দক্ষতা উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির এই ধরনের উদ্যোগ সড়ক দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।