সাতক্ষীরায় ফাতিমা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের নতুন শাখা উদ্বোধন

ফাতিমা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫জুন) বিকাল সাড়ে ৫ টায় সাতক্ষীরা মেডিকেল হাসপাতাল সংলগ্ন ফাতিমা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার উদ্বোধন করা হয়।

ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মির্জা কামরুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মারুফ হোসেন প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা ফারুক ইসলাম।