সাতক্ষীরায় বিএনপির দু’গ্রুপের পাল্টা-পাল্টি অনশন কর্মসূচি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় পৃথক ভাবে অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
শনিবার (১৪অক্টোবর) সকাল ১০ টার সময় সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবির সভাপতিত্বে অনশন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক মো. শের আলী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মো. নূরুল ইসলাম, কলারোয়া উপজেলার বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মো.আব্দুর রশীদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইবাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো প্রমূখ।
অপরদিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসানের নেতৃত্বে জেলা বিএনপির অপর একটি অংশ একই সময়ে পাশ্ববর্তী প্রাণি সম্পাদ অধিদপ্তরের সামনে অনশন কর্মসূচি পালন করে। এসময় জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
দুপুরে কর্মসূচিতে আগত বিএনপির নেতাকর্মীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান সাতক্ষীরার আশাশুনি উপজেলা বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা মাষ্টার বাবুল মিয়া।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন