সাতক্ষীরায় বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনায় জেলা কমিটি বাতিলের দাবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা বিএনপির একটি গ্রুপের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের সংগীতা মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।

তবে ৩১ দফা নিয়ে আলোচনা না হলেও সভাজুড়ে বর্তমান কমিটির আহবায়কের সাংগঠনিক ব্যর্থতা ও কমিটি বাতিলের দাবিতে সোচ্চার থাকেন বক্তারা।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপি আহবায়ক সিরাজুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপি সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্টো প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জেলা বিএনপির মেয়াদোর্ত্তীর্ণ কমিটির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী রাজনীতির নামে অপরাজনীতি করছেন। আওয়ামী লীগের আমলে তিনি আপোষ করে চলেছেন বলে তার বিরুদ্ধে মামলা হয়নি। একমাত্র পুত্র বড় সরকারি চাকরি পেয়েছে। ত্যাগী নেতাদের বাদ দিয়ে উপজেলাগুলোতে ইচ্ছেমতো পকেট কমিটি করছেন তিনি।

বক্তারা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে জেলা আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করার দাবি জানান।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১১ ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক চিঠিতে এ্যাড. সৈয়দ ইফতেখার আলী আহবায়ক ও আব্দুল আলিমকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৯টি ইউনিটের কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয় চিঠিতে। তবে ৫ বছর পার হলেও গঠন হয়নি পূর্ণাঙ্গ কমিটি।