সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটক
সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ মাদক সম্রাজ্ঞী আনজুয়ারাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানটির নেতৃত্ব দেন সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ।
আটককৃতরা হলেন সাতক্ষীরা পৌরসভার গড়েরকান্দা এলাকার শামসুর আলমের স্ত্রী আনজুমআরা, মোহাম্মদ আসিফ ও শহরের বাটকেখালী এলাকার আব্দুর রহিম।
সেনা ক্যাম্প সূত্র জানায়, অভিযানে তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, তিনটি চাপাতি, দুটি কুড়াল, একটি চুরি ও সাতটি চাকু উদ্ধার করা হয়। অভিযান শেষে জব্দকৃত অস্ত্র ও মাদকসহ আটক ব্যক্তিদের রোববার মধ্যরাতে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান,আটক আনজুয়ারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। এছাড়া তার বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে, সেজন্য তিনি বাড়িতে দেশী অস্ত্র রেখে সবাইকে হুমকিতে রাখেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আটককৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন