সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী নির্বাচন,৭ পদে ৩টি প্যানেলে লড়ছেন ১৮ প্রার্থ

আগামী ১০ নভেম্বর উৎসবমুখর পরিবেশে প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট কার্যনিকবাহী নির্বাচন (২০২৫-২০২৭)। নির্বাচন ঘিরে প্রার্থীরা জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী আসেন আসেন সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ জন প্রার্থী।

বেশিরভাগ প্রার্থী বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। বৃহস্পতিবার ০৬ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের দিনে পাঁচজন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন এবং একই দিনে বিকাল চারটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

মনোনয়ন পত্র প্রত্যাহার কারীরা হলেন আবু জাহিদ ডাবলু, কাজী কামরুজ্জামান, এডভোকেট আজিজুল ইসলাম, ফারহা দীবা খান সাথী ও অ্যাডভোকেট ফেরদৌসী আরা লুসি।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৩জন, সেক্রেটারি পদে ৩জন এবং সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্য থেকে ভাইস চেয়ারম্যান হবেন একজন, সেক্রেটারি একজন এবং কার্যকরী সদস্য হবেন ৫ জন। এ নির্বাচনে ১৮ জন বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন। যার মধ্যে রয়েছে- ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং কার্যকরী সদস্য।

সমন্বিত নীল প্যানেলে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সেক্রেটারি পদে শেখ শরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য পদে কাজী আব্দুস সবুর ও প্যাভেল রহমান, সমন্বিত নাগরিক প্যানেলের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, সেক্রেটারি পদে শেখ মাসুম বিল্লাহ শাহীন, নির্বাহী সদস্য পদে অধ্যাপক নূর মোহাম্মদ পাড়,কামরুজ্জামান কামু।

সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু ও মোঃ কামরুজ্জামান রাসেল। সচেতন সাতক্ষীবাসী সমর্থিত প্যানেলে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি পদে অধ্যাপক মোঃ ওমর ফারুক, কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুহা: রুহুল আমিন, মো. জাহিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মোঃ শফিকুল ইসলাম ও।মো. মনিরুজ্জামান।

সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে আগামী ১০ নভেম্বর সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার রয়েছেন আনুমানিক ১ হাজার ৬৩০ জন। ভোট প্রদানের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র ও সদস্য কার্ড প্রদর্শন করতে হবে।

ব্যানার ফেস্টুনের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রার্থীরা নিজেদের প্রচারণা চালাচ্ছেন। আবার মুঠোফোনের মাধ্যমে ভোট চাচ্ছেন। অনেকে ভোটারদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করে ভোট চাইছেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা জেলা ইউনিটের ২০২৫-২০২৭ মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠনে জাতীয় সদর দপ্তরের নির্দেশনা অনুসরণ করে নির্বাচনী তফসিল ঘোষণা করা করা হয়। হয়। গত ২৫ অক্টোবর নির্বাচনি তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন ও নির্বাচন কমিশনার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা ও নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট কার্যনির্বাহী নির্বাচন ২০২৫-২০২৭ এর নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট কার্যনির্বাহী নির্বাচন (২০২৫-২০২৭) এই নির্বাচনকে আমরা একটি উদাহরণ হিসেবে দেখতে চাই, যেখানে প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ভোটার স্বাধীনভাবে ভোট প্রদান করবেন।

কমিশন নির্বাচনের প্রতিটি ধাপ সুষ্ঠ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। সকলের কাছে গ্রহণযোগ্য একটি সফল নির্বাচন উপহার দিতে প্রশাসন, প্রার্থী ও ভোটারসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।