সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরার সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর’২৪) সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপারকে সাতক্ষীরা জেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বিভিন্ন উপজেলা হতে আগত নেতৃবৃন্দ তাদের মতামত প্রকাশ করেন এবং জেলা পুলিশকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয়ে ইতোমধ্যেই জেলা পুলিশের প্রতিটি ইউনিট পুনরায় কার্যক্রম শুরু করেছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন