সাতক্ষীরায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুষ্প বৃষ্টিতে নবীন বরণ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নবীন বরণ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ফুলেল সাজ সজ্জায় এক মনোরম পরিবেশে অতিথিদের আগমনে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ সবমিলেই এক মিলন মেলায় পরিণত হয়।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২৭ ই জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান। এসময় নবীন শিক্ষার্থীর তাবাসসুম মাহি, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন নবম শ্রেণির শিক্ষার্থী নুসাবা তাসবিয়া।

প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল খায়ের। বিদ্যালয় শিক্ষার্থীরা পুষ্প বৃষ্টি আর সুরের মূর্ছনায় নৃত্য পরিবেশনে প্রধান অতিথিকে স্বাগত জানান।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য, কবিতা আবৃতি, কৌতুক, নাটক ও গানের সুরের মূর্ছনায় বিদ্যালয় প্রাঙ্গণকে মুখরিত করে তোলে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন,ওয়াহিদা সুলতানা, সিনিয়র শিক্ষক মোঃ আসাদুজ্জামান, মোহাম্মদ হাবিবুল্লাহ ,মোঃ রবিউল ইসলামসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেদায়েতুল্লাহ পলাশ।