সাতক্ষীরায় সিডোর উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ

সাতক্ষীরায় তারুণ্যের স্বপ্ন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) শহরের লেকভিউতে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর বাস্তবায়নে একশন এই বাংলাদেশ এর সহযোগিতায় প্রকল্পের আওতায় সিডোর প্রধান নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে রাজনৈতিক দলগুলোর সংলাপ তারুণ্যের কন্ঠে জনগণকেন্দ্রিক ইশতেহার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক।

নাগরিক কমিটির সদস্য, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও, সাংবাদিক ও কমিউনিটির অন্যান্যদের সমন্বয়ে স্থানীয় চাহিদা নিরূপনে নির্বাচনী ইশতেহার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়।

নির্বাচনী ইশতেহার-২০২৫ এ সাতক্ষীরার প্রেক্ষাপট বিবেচনায় সাতক্ষীরার প্রেক্ষাপট বিবেচনায় স্থানীয় উন্নয়নে চাহিদা নিয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা।

জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, সিএম নাজমুল ইসলাম প্রমুখ।

এ সময় বর্তমান তরুণ প্রজন্ম সাতক্ষীরা জেলার উন্নয়নে রাজনৈতিক দলগুলোর কাছে তাদের চাওয়া-পাওয়ার বহিঃপ্রকাশ করেন।