সাতক্ষীরায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/01/1010-2-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কুশখালী সীমান্ত এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রবিবার দুপুরে সদর উপজেলার সীমান্ত ইউনিয়ন কুশখালীর ছয়কোড়া মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম আব্দুস সবুর (২৮)। তিনি কুশখালী গ্রামের আব্দুল মাজেদ ঢালীর ছেলে।
র্যাব জানায়, সদর উপজেলার সীমান্ত ইউনিয়ন কুশখালীর ছয়কোড়া মোড় এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদের নেতৃত্ব র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
এ সময় সেখানকার জনৈক আমছদ্দিন গাজীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী আব্দুস সবুরকে দুই কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত কর জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয় সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন