সাতক্ষীরার অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী দিলেন প্রফেসর ড. ইউসুফ আব্দুল্লাহ

সাতক্ষীরার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর প্রফেসর, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ তার নিজের জেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
প্রতি বছরের ন্যায় এবারও তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জের প্রত্যন্ত এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।
গত ১০ এপ্রিল থেকে ১২ এপ্রিল ২০২১ (৩ দিন) পর্যন্ত সাতক্ষীরা জেলার ৩টি উপজেলার প্রায় ৪ হাজার পরিবারের মাঝে সংস্থাটির কো-অর্ডিনেটর মিজানুর রহমানের সার্বিক তত্ত্ব্বাবধানে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় এই মানবিক কার্যক্রমটি সম্পন্ন হয়।
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী, খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















