সাতক্ষীরার আশাশুনিতে বিনা ১৭ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার সোদকনা গ্রামের মাঠে বিনা ১৭ ধানের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক বিভাষ চন্দ্র সাহা। স্বাগত বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম।
মাঠ দিবসের আলোচনায় অংশনেন, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না, বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবির।
বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের ইনচার্জ বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, এবার সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, খুলনার দক্ষিণ জনপদের সাড়ে ছয় হাজার হেক্টর জমিতে বিনা সতেরো জাতের ধানের চাষবাদ হয়েছে। যা থেকে এবার আমন মৌসুমে ৩২ থেকে ৩৫ হাজার টন ধান উৎপাদন হবে বলে আশা করা যায়।