সাতক্ষীরার আশাশুনির ইউএনও করোনায় আক্রান্ত
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হুসেইন খাঁন করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডা. সুদেষ্ণা সরকার।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, ‘গত কয়েকদিন যাবৎ ইউএনও অসুস্থ থাকায় অফিস করছেন না।’
‘এ অবস্থায় তিনি নমুনা পরীক্ষা করতে দিলে বুধবার (২৩ জুন) তার রিপোর্ট পজিটিভ হয়’ বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার।
ইউএনও বর্তমানে বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন