নাশকতা মামলা

সাতক্ষীরার আশাশুনি বিএনপি ও জামায়াতের ২১ জন কারাগারে

সাতক্ষীরার আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যানসহ ২১ জনকে একটি নাশকতায় মামলায় কারাগারে প্রেরণ করেছে আদালত।
আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক স.ম হেদায়েতুল ইসলাম ও জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও আশাশুনি উপজেলার ১নং শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু বক্কার সিদ্দিকসহ বিএনপির ১০জন ও জামায়াতের ১১জনসহ মোট ২১ জন নেতাকর্মীকে আদালত একটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বুধবার সাতক্ষীরা আদালতে জামিনের জন্য আবেদন করেন আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক হেদায়েতুল ইসলাম ও শোভনালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা আবু বকর সিদ্দিকসহ জামায়াত-বিএনপির ২১ জন নেতা কর্মী।
আদালত শুনানি শেষে জামিন না-মঞ্জুর করে আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জজকোর্টের পিপি এডভোকেট আব্দুল লতিফ বলেন, আসামিদের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা আছে। তারা মামলায় অপরাধী হিসাবে গন‍্য হওয়ায় আদালত তাদের জামিন না-মজ্ঞুর করেন।