সাতক্ষীরার কলারোয়ায় ‘যমজ সন্তান পরিবার’ সংগঠনের আনুষ্ঠানিক পথচলা

‘যমজ ছেলে, যমজ মেয়ে আল্লাহ পাকের দান, দ্বীনের পথে গড়তে হবে এটাই আহবান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় পথচলা শুরু করলো ‘যমজ সন্তান পরিবার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল অডিটরিয়ামে শনিবার (১৬ জুন) সংগঠনের সভাপতি ও জাহিন ফাউন্ডেশনের পরিচালক একরামুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবু নসর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক, কলারোয়া হাতে খড়ি শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক কাজী শাহিন, যমজ সন্তান পরিবার সাতক্ষীরার পরিচালক মো. আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক মো.আব্দুল্লাহ মিরন, কলারোয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ হুমায়ুন কবির, সহ-সভাপতি সহকারী অধ্যাপক শেখ মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোর্তুজা হোসেন, কলারোয়া দেশ মাতৃ ফাউন্ডেশনের পরিচালক এস কে আবিদ রায়হান প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘যমজ সন্তান পরিবার সংগঠনটি একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। এর পরিধি শুধু সাতক্ষীরাতে নয়, সারাদেশে ছড়িয়ে পড়ছে।’
তিনি সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে অংশগ্রহণকারী যমজ সন্তানদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনা সভার শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয় এবং সকল অংশগ্রহণকারীকেও পুরস্কৃত করা হয়।