সাতক্ষীরার কলারোয়ায় আবারো দেখা মিললো রাসেলস ভাইপার সাপ

কলারোয়ায় আবারো দেখা মিললো আলোচিত রাসেলস ভাইপার বা চন্দ্রবড়া নামের সাপ।

উপজেলার চন্দনপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী চান্দুড়িয়ায় রাসেলস ভাইপার সাপটির সন্ধান মেলে। পরে সেটি পিটিয়ে মেরে মাটি চাপা দেয়া হয়।

বুধবার (২৬ জুন) চান্দুড়িয়া সীমান্ত সম্প্রীতি সংঘের সভাপতি রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, তার চাচা সিদ্দিক গাজী মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে পাড়ে সাপটি দেখতে পান। পরে আশপাশের লোক সাপটি পিটিয়ে মেরে মাটি চাপা দেয়।
এ ঘটনায় উৎসুক মানুষ সাপটি দেখতে ভিড় জমান।

রুহুল কুদ্দুস আরো জানান, সপ্তাহ দুয়েক আগেও একই গ্রামের কবিরুল ইসলামের ঘাসের ক্ষেতে অনুরূপ আরেকটি রাসেলস ভাইবার সাপ পাওয়া যায়। সেটিও স্থানীয়রা মেরে মাটি চাপা দেন।

তিনি আরো জানান, গতকালকের পাওয়া রাসেলস ভাইপার সাপের চেয়ে সপ্তাহ দুয়েক আগের পাওয়ার রাসেলস ভাইপার সাপটি ছিল বেশ মোটা।

উল্লেখ্য, গত কয়েক মাসের মধ্যে উপজেলার বড়ালি, হিজলদী ও চন্দনপুর পার্শ্ববর্তী ভবানীপুরে একাধিকবার কয়েকটি রাসেলস ভাইপার সাপের সন্ধান মিলেছে বলে স্থানীয়রা জানান। ওই গ্রামগুলো প্রত্যেকটি ভারত সীমান্ত সংলগ্ন।