সাতক্ষীরার কলারোয়ায় ওসমান আলী নূরানী এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় ১১০ জন দারিদ্র-মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে ওসমান আলী নূরানী এডুকেশন ফাউন্ডেশন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০জন শিক্ষার্থীর মাঝে ৩হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

বৃহষ্পতিবার (২ জানুয়ারি) শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ওসমান আলী নূরানী এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. রফিক নূরানী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির টাকা প্রদান করেন।

শেখ আমানুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন সেন্টু, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ ও নূরানী পরিবারের সদস্য ডাক্তার সাথী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, সাংবাদিক, ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা বৃত্তি একজন শিক্ষার্থীর জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা করে, যা তাদের শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার জন্য সহায়ক। শিক্ষার সুযোগ প্রদান শুধু ব্যক্তিগত উন্নয়নের সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজ এবং জাতির সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।