সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে স্মার্ট কার্ড বিতরণ
সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
২ মার্চ সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ ও নতুন ভোটার অন্তর্ভুক্ত করণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাচন অফিস আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন।
উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ প্রমুখ।
‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়’ শীর্ষক অনুষ্ঠানে ভোটারসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘স্মার্ট কার্ড বিতরণের পাশাপাশি নতুন ভোটার নিবন্ধন, স্থানান্তর, সংশোধন কার্যক্রম চলমান রয়েছে। এ সংক্রান্ত সকল সেবা প্রদান অব্যাহত রয়েছে।’
তিনি আরো জানান, ‘এদিন পর্যন্ত উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৫৫৩। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬ হাজার ৪১৭ ও মহিলা ভোটার ১ লাখ ৬ হাজার ১৩৬।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন