সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যৎস্পৃষ্টে ওয়েলডিং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যৎস্পৃষ্টে ওয়েলডিং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা দুজন সহকারিও মৃদু বিদ্যুৎস্পৃষ্ট হন।
শনিবার (০৪ অক্টোবর) বেলা পৌনে ১২ টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের মাওলানা আবুল খালেকের বাড়িতে লোহার গ্রিল লাগানোর সময় বৈদ্যুতিক শক সার্কিটের ঘটনা ঘটে।
নিহত ওয়েলডিং মিস্ত্রির নাম- আল মামুন গাজী(২৭)। সে কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা-তাতীপাড়া গ্রামের জাহান আলী গাজীর ছোট পুত্র। নিহত আল মামুন ইউনিয়ন জামায়াত যুব বিভাগের আমির ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায় আল মামুন বালিয়াডাঙ্গা বাজারের নিজের ওয়েল্ডিং দোকান থেকে তৈরিকৃত লোহার গ্রিল কাকডাঙ্গার মাওলানা আব্দুল খালেকের বাড়িতে লাগানোর সময় বিদ্যুৎষ্পৃষ্টের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তার ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।
এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোঁকের ছায়া নেমে এসেছে।
শনিবার বাদ মাগরিব নিজ বাসভবনে নিহতের জানাজা নামাজ ও পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন