সাতক্ষীরার কলারোয়ায় মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে
দীর্ঘ ২৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েঅবশেষে না ফেরার দেশে চলে গেলেন কলারোয়ার মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান। আতিয়ার রহমানের বাড়ি কলারোয়া উপজেলার হিজলদী গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি নানান জটিল রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আই সি ইউ তে ভর্তি ছিলেন। দীর্ঘ ২৮ দিন পর মঙ্গলবার ৮ জুলাই সকাল আটটার সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তার নামাজে জানাজা বিকেল সাড়ে চারটার সময় হিজলদি গ্রামে তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তার নামাজ অনুষ্ঠিত হয়।
কলারোয়া থানার এস আই রণজিৎ কুমারের নেতৃত্বে একদল চৌকস পুলিশ কর্মকর্তাগণ গার্ড অব অনার প্রদর্শন করেন। এ সময় কলারোয়া নির্বাহী কর্মকর্তা, কলারো থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা তানজিম রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা কমান্ডের কর্মকর্তাগণ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করাহয়।
তালা কলারোয়া সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন এর মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন