সাতক্ষীরার কলারোয়ায় মাস্টার শফিকুল ইসলামের অশ্রুসিক্ত চির বিদায়
সাতক্ষীরার কলারোয়ায় বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাস্টার শফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি সোমবার (১১ নভেম্বর) রাত্র ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ, ফুসফুস ও কিডনী রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
তিনি স্ত্রী ২ ছেলে ও ১ কন্যা সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন।
জানাযা পূর্ব আলোচনায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, জেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন।
সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা গোলাম রসুল, আব্দুর রফিক মোল্লা, সাবেক কমিশনার মফিজুল ইসলাম, নাজমুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার কর্ম পরিষদ সদস্য সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রাজ্জাক, যুব পরিষদ সভাপতি জাহিদ হোসেন মিঠু।
যুবদল আহ্বায়ক এম এ হাকিম সবুজ, সদস্য সচিব প্রভাষক সালাউদ্দিন পারভেজ, পাবলিক কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলী, বাজার কমিটির সভাপতি শওকত হোসেন, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান খোকা, চিকিৎসক ও সংবাদকর্মী ডা.মোঃশফিকুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন।
বিএনপি নেতা মাস্টার মনিরুজ্জামান, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাস্টার শাহজাহান কবির, সাংগঠনিক সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল লতিফ, জিয়াউর রহমান জিয়া, জামায়াতে ইসলামী কেড়াগাছি ইউনিয়ন শাখার আমির আলহাজ্ব সাবুর আলী, নায়েবে আমির মাওলানা শফিউল্লাহ, হঠাৎগঞ্জ জামে মসজিদের খতিব মাওলানা মোকাম্মেল হোসাইন।
কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অহিদুজ্জামান আনসারী, বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, ইউনিয়ন যুবদল আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মফিজুল ইসলাম রানা, সদস্য সচিব আখতারুজ্জামান আক্তার প্রমূখ।
মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার চাচাতো ভাই মোহাম্মদ আমিনুল ইসলাম লাল্টু ও বড় পুত্র সাজ্জাদ হোসেন। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা খাদেমুল ইসলাম। নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মাস্টার শফিকুল ইসলামকে দাফন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন