সাতক্ষীরার কলারোয়ায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/02/Snake-সাপের-কামড়ে-মৃত্যু-2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কলারোয়ায় সাপের কামড়ে আকছেদ আলী (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যুগিখালী ইউনিয়নের মীরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
আকছেদ আলী ওই গ্রামের মৃত এসএম সরদারের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান জানান, ‘আকছেদ আলীর বাড়ি তালুন্দিয়া বাজারের পাশেই মীরডাঙ্গা গ্রামে। সোমবার সকালে বাড়ির পাশের ফসলি মাঠে ধান ক্ষেতে কাজ করতে যান তিনি। আইল ছাঁটার সময় একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। খবর পেয়ে স্বজনরা আশপাশের কয়েকজন কবিরাজ দেখালে কোন উন্নতি না হওয়ায় দুপুর সাড়ে ১১টার দিকে কলারোয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।’
কলারোয়া হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘হাসপাতালে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।’
উল্লেখ্য, দেশে প্রতি বছর প্রায় ৪ লাখ ৩ হাজার মানুষকে সাপে কামড়ে দেয় এবং তাদের মধ্যে ৭ হাজার ৫১১ জন মারা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ইউনিটের এক গবেষণায় দেখা গেছে, সাপের কামড়ের সব ঘটনার মধ্যে এক চতুর্থাংশ বিষাক্ত, যাদের ১০ দশমিক ৬ শতাংশ শারীরিক ও ১ দশমিক ৯ শতাংশ মানসিক অক্ষমতা দেখা যায়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন