সাতক্ষীরার কলারোয়ার উপ-সহকারী কৃষি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
জুলফিকার আলী, কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় শুকান্ত বিশ্বাস (২৫) নামের এক উপ-সহকারী কৃষি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে-শনিবার সন্ধ্যা ৭টার দিকে কলারোয়া পৌর সদরের কলাগছি মোড়ের একটি ভাড়াটি বাশায়। তিনি কলারোয়া উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন বলে জানা গেছে। সে খুলনার ডুমুরিয়া থানার জিয়েনতলা গ্রামের যদেশ বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান-তারা শাররিক সমস্য ছিলেন। হয়তো সে জন্য গলায় রশি দিয়ে আত্নহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন-কি কারনে তিনি আত্নহত্যা করেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন