বিক্ষোভকারীদের হামলায়

সাতক্ষীরার কলারোয়ার ছেলে পুলিশ সার্জেন্ট সৈয়দ মাসুদুর রহিম গুরুতর আহত

সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভার ৭নং মুরারীকাঠী গ্রামের ছেলে ট্রাফিক পুলিশের সার্জেন্ট সৈয়দ মাসুদুর রহিম কোটা বিক্ষোভকারীদের হামলায় গুরুতর আহত হয়েছে। সে মুরারীকাঠী গ্রামের কাজীপাড়ার সৈয়দ মওদুদুর রহিমের ছোট ছেলে।

জানাযায়,গত (১৯ জুলাই) ঢাকার আফতাবনগর থেকে কর্মস্থল ওয়ারীতে যাচ্ছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট সৈয়দ মাসুদুর রহিম। পথে তাঁর ওপর হামলা হয়। এসময় হামলাকারীরা তাঁর ডান হাত, ডান পা ভেঙে দেয়। এছাড়াও তার মাথার হেলমেট খুলে নিয়ে উপর্যুপরি মাথায় আঘাত করার কারনে তার মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে। সে বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এসময় ব্যান্ডেজে মোড়ানো দেখে মাসুদুরের ছোট দুটি মেয়ে ভয়ে তাঁর কাছে আসতে চাইছিলো না।

আহত পুলিশ সদস্যদের চিকিৎসা নিয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ও উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ মো. রেজাউল হায়দার সাংবাদিকদের বলেন, মেরে ফেলার ‘টার্গেট’ নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করা হয়েছে। হাসপাতালে আসার দেড় থেকে দুই মিনিটের মধ্যেই আহত সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দেরি হলে অনেককে বাঁচানো যেত না বলেও জানান তিনি।

এদিকে আহত পুলিশ সার্জেন্ট সৈয়দ মাসুদুর রহিম তাঁর সুস্থতার জন্য এলাকাবাসীসহ দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।