সাতক্ষীরার কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সচেতনতা সৃষ্টি, যার যার অবস্থান থেকে পারিবারিক, ধর্মীয় নৈতিকতা বৃদ্ধি, মূল্যবোধ সৃষ্টি, নৈতিক অবক্ষয় রোধসহ দুর্নীতি প্রতিরোধে নানান কর্মযজ্ঞতার উপর বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো.আবু নসর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্য শিক্ষক শেখ জুলফিকারুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান ও পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এডভোকেট শেখ কামাল রেজা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহ.সভাপতি কাজী শামছুর রহমান ও মিসেস লতিফা আখতার হেনা, সদস্য সহকারী অধ্যাপক এএইচএম কামরুজ্জামান পলাশ, উৎপল কুমার সাহা ও জাহিদুর রহমান খাঁন চৌধুরী, কলারোয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, আরিফুল হক চৌধুরী, ফারুক রাজ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















