সাতক্ষীরার কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমানের পদত্যাগ
জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান।
সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জাতীয় পার্টির সদস্যসহ সকল পর্যায় থেকে পদত্যাগের ঘোষণা দেন।
তিনি সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবং কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্বে ছিলেন। বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী মশিউর রহমানের বাড়ি উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামে।
পদত্যাগকারী মশিউর রহমান বলেন, ‘সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের নির্বাচনে জাতীয় পার্টির ব্যর্থতার দায়ভার নিয়ে এবং জাতীয় পার্টির নীতি নির্ধারকদের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় আমি দলটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপাতত তিনি কোন রাজনৈতিক দলে যোগ দিবেন না। তবে দেশ ও সাধারণ মানুষের কল্যাণে সামাজিক কাজ করে যাবেন।’
মশিউর রহমানের সাথে জাতীয় পার্টি থেকে আরো পদত্যাগ করেছেন চন্দনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিনুর রহমান ফেরদৌস, সাধারণ সম্পাদক মো. শাহাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফুলবারীসহ দলটির কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিটের প্রায় ৩০জন নেতাকর্মী।
সংবাদ সম্মেলনে মশিউর রহমানের সাথে পদত্যকারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন