সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ক্যাডার বৈষম্য নিরসন চাই’ মানববন্ধন

ক্যাডার বৈষম্য নিরসন নিয়ে চলমান আন্দোলনে প্রশাসন বাদে ২৫টি ক্যাডার সংগঠিত হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজ, তাদেরই অংশ হিসেবে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, যেখানে চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।

চিকিৎসকরা দীর্ঘদিন ধরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলন শুরু করেছেন। তাদের মূল দাবি হল, সকল ক্যাডারের জন্য সমান সুযোগ সৃষ্টি করা এবং বৈষম্য দূর করা। চিকিৎসকরা বলেন, “ক্যাডার যার মন্ত্রণালয় তার,” অর্থাৎ, প্রতিটি ক্যাডারের অধিকার এবং সুযোগ মন্ত্রণালয়ের আওতায় এসে সঠিকভাবে প্রতিষ্ঠিত হওয়া উচিত।

এ বিষয়ে ডা. নীতিশ চন্দ্র গোলদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. শফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার, ডা. বাপ্পী কুমার দাশ, মেডিকেল অফিসার, এবং ডা. সাইফুল ইসলাম, ডেন্টাল সার্জন, বলেন, “আমরা সরকারের নীতি নির্ধারণকারীদের কাছে আহ্বান জানাই যে, ক্যাডার বৈষম্য নিরসন করা হোক এবং চিকিৎসকসহ সকল ক্যাডারের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক।”

তারা আরও বলেন, “আমরা যারা স্বাস্থ্য খাতে কাজ করি, আমাদের পরিশ্রমের সম্মান এবং অধিকার সঠিকভাবে দেয়া হোক। চিকিৎসকরা যেন নিজেদের পেশাগত উন্নতি করতে পারেন এবং সঠিক পদোন্নতি পাবেন, তা নিশ্চিত করা উচিত।”

চিকিৎসকদের দাবি, ক্যাডার বৈষম্য নিরসন হলে স্বাস্থ্য খাতের উন্নতির পথে এটি একটি বড় পদক্ষেপ হবে। তারা আশা করেন, সরকার দ্রুত এই সমস্যা সমাধান করবে এবং সকল ক্যাডারের সদস্যদের সমান সুযোগ নিশ্চিত করবে।