সাতক্ষীরার কলারোয়া ধান কাটা-ঝাড়ার কাজে নারী শ্রমিকরা

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): শুধু পুরুষরা নয় ধান কাটা ও ঝাড়ার কাজে কদর বেড়েছে নারীদেরও। পুরুষদের সাথে পাল্লা দিয়ে নারীরাও সমানতালে কাজ করছেন ফসলি মাঠে। সাতক্ষীরার কলারোয়ায় এ দৃশ্য এখন প্রায় সবখানে। উপজেলার মাঠজুড়ে ভরে উঠেছে ইরি-বোরো ধান। ধানের ভালো ফলনে চাষিদের মুখে ফুঁটে উঠেছে খুশির ঝিলিক। তবে চলতি ইরি-বোরো মৌসুমে ধান কাটতে অতিরিক্ত মজুরি ও শ্রমিক সংকটে অনেক কৃষক ও জমি মালিক। তাই অনেকে বাধ্য হয়ে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকদের নিয়ে ধান কাটা, বাঁধা ও ঝাড়ার কাজ করাচ্ছেন।

উপজেলার গয়ড়া গ্রামের মনিরুজ্জামান জানান, চলতি বছর মাঠে প্রায় একই সময়ে সব কৃষকের ধান পাকায় পুরুষ শ্রমিকের সংকট পড়েছে। তাছাড়া সম্প্রতি বিকেল বা সন্ধ্যার দিকে মাঝেমধ্যে মেঘলা আকাশ ও গুড়িগুড়ি বৃষ্টিও হচ্ছে। এজন্য মাঠের পাকা ধান কাটা, বাঁধা ও ঝাড়ার কাজে পুরুষ শ্রমিকদের পাশাপাশি বহু মহিলা শ্রমিকও কাজ করছেন।

এলাকার অনেক মহিলা নিজেরা গ্রুপ করে মাঠের ধান কাটা-ঝাড়া কাজের নিয়োজিত বলে তিনি জানান।

কয়েকজন কৃষক জানান, বিঘাপ্রতি ধান কাটতে পুরুষ শ্রমিকরা নিচ্ছেন ৬ হাজার টাকার মতো। অথচ একই জমির ধান কাটতে নারী শ্রমিকরা নিচ্ছেন ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল জানান, এ বছর উপজেলায় ১৬ হাজার হেক্টর জমিতে ইরি ধানের আবাদ হয়েছে। তবে কিছুটা শ্রমিক সংকট হলেও আমরা অফিস থেকে কৃষি যন্ত্রপাতি ব্যবহার করার কথা বলেছি। তাছাড়া আমাদের যথেষ্ট হারভেস্ট মেশিন নাই।