সাতক্ষীরার কলারোয়া পাইলট হাইস্কুলে ৫৪জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধান প্রদান করা হয়েছে।

বৃহষ্পতিবার (৩১ জুলাই ২০২৫) দুপুরে হাইস্কুলের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি থেকে এসএসসি ২০২৫ ব্যাচের জিপিএ-৫ (এ+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ওই সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে ৫৪জন জিপিএ-৫ (এ+)প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছার পাশাপাশি সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়। জিপিএ-৫ (এ+)প্রাপ্তদের মধ্যে সাফিয়া হুদা সাতক্ষীরার জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রতিষ্ঠানটির সভাপতি জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুনর রশীদ, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ রাশেদুল হাসান কামরুল, কলারোয়া গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগার সুলতানা প্রমুখ।

সভাপতিত্ব করেন পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন।

এসময় হাইস্কুলের শিক্ষক মনিরুজ্জামান মনি, মাওলানা আকবর হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।