সাতক্ষীরার কলারোয়া সীমান্তে সাড়ে ৪ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ার হিজলদী সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে। তবে উদ্ধারকালে কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে হিজলদী বিওপি’র বিজিবি সদস্যরা সীমান্তে টহলকালে ভারত থেকে অবৈধভাবে পাচার হয়ে আসা ওই রুপার গহনা উদ্ধার করে।

সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিজলদী বিওপির বিজিবি জোয়ানরা মঙ্গলবার সীমান্তে টহলকালে এক ব্যক্তিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ওই ব্যক্তি একটি প্লাস্টিক ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৪ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়। এ সময় ওই চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত রুপার গহনার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা বলে জানা যায়।

উদ্ধারকৃত রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে বিজিবি সূত্র জানায়।