সাতক্ষীরার কলারোয়ায় একদিনেই ১৮জনের করোনা শনাক্ত

সাতক্ষীরার কলারোয়ায় একদিনেই ১৮জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (৫জুন) তাদের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বৃহষ্পতিবার কলারোয়া ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নমুন দেয়ার পর শনিবার ১৮জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

নতুন করে করোনা আক্রান্তরা হলেন- সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ঝর্ণা পারভীন (৩৮), সোনাবাড়িয়ার শহিদুল ইসলাম (৫৮), পৌরসভার তুলশীডাঙ্গার হাসান বাশার (৩৬), কয়লার হালিমা খাতুন (৩৫), সোনাবাড়িয়ার বেলি গ্রামের আল নাজিব মাহফুজ (১৭), কেরালকাতা ইউনিয়নের গোরদোপুরের জামাল উদ্দীন (৪২), উপজেলা আনসার ভিডিডির সদস্য মো. আবদার (২৫), কলারোয়ার রেহেলা (৬০), ঝিকরার হালিমা খাতুন (২৪), একই গ্রামের ডা.সিরাজুল হক (৬২), তুলশীডাঙ্গার আলেয়া বেগম (৫৪), কুশোডাঙ্গার আশরাফুল (৩৬), কলারোয়ার মির্জাপুরের শামছুন নাহার (৫৯), চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের আকরাম আলী, একই গ্রামের আসিফ ইকবাল (২৩), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার আসিফ আহমেদ (২৯), জয়নগরের ফরহাদ (৩১) ও ধানদিয়ার অরুন দাস।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘করোনা আক্রান্তদের সার্বক্ষনিক স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।’

জনসচেতনতার উপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, ‘পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার মাধ্যমে করোনার প্রাদুর্ভাব হ্রাস করা সম্ভব।’