সাতক্ষীরার কলারোয়ায় এক শিশুকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে আরেক শিশুর মৃত্যু
সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে স্নেহা আক্তার ফারিয়া নামের আরেক শিশুর পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে।
মাত্র ৬ বছর বয়সী স্নেহা আক্তার ফারিয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শিবানন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।
সে পার্শ্ববর্তী লক্ষ্মীখোলা গ্রামের শওকাত আলীর কন্যা।
হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষ্মীখোলা গ্রামে রবিবার দুপুরে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবানন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওহিদুল হক জানান, ‘তার বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী স্নেহা আক্তার ফারিয়া রবিবার ক্লাস শেষে স্কুল থেকে বাড়িতে যেয়ে গোসলের সময় পানিতে ডুবে মারা গিয়েছে। মেয়েটি সাতার জানতো। কিন্তু অন্য আরেকটি সাতার না জানা মেয়েকে বাঁচাতে গিয়ে ফারিয়া পানিতে ডুবে যায় এবং সাতার না জানা সেই মেয়েটি বেঁচে যায়।’
তিনি আরো জানান, ‘এদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’
শিক্ষক ওহিদুল হক জানান, ‘শিশুটির মৃত্যুতে স্বজনদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভাড়ি হয়ে ওঠে। তারা বারবার মূর্ছা যাচ্ছিলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন