সাতক্ষীরার কলারোয়ায় গাঁজাসহ মহিলা মাদক কারবারী আটক

সাতক্ষীরার কলারোয়ায় গাঁজাসহ এক মহিলা মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
আটক হোসনেয়ারা খাতুন (৩৫) উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা দেড়টার দিকে ৪’শ গ্রাম গাঁজাসহ তাকে তার বসত বাড়ি থেকে পুলিশ আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশি অভিযান পরিচালনায় নেতৃত্বে থাকা এসআই ইসমাইল হোসেন।
এ ব্যাপারে কলারোয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্র জানায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















