সাতক্ষীরার কলারোয়ায় গাভী পালনে সিআইজি বিষয়ক প্রশিক্ষণ

কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে দিনব্যাপী গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার কলাটুপি সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. অমল কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অফিসের আরিফুল ইসলাম, ইব্রাহিম হোসেন আশেকে রাসুল, সাংবাদিক আলী হোসেন সহ অন্যরা।
কর্মশালায় ৩০ জন গাভীর খামার এর উদ্যোক্তাকে আয় বর্ধনমূলক বাণিজ্যিক গাভী পালন, গাভী পালনে ব্যবসায়িক পরিকল্পনা, মুনাফা বৃদ্ধির উপায়, গরুর প্রজাতি, দুধেলা গাভী নির্বাচন ও বাসস্থান ব্যবস্থাপনা, গাভীর কৃমি মুক্তিকরণ, খাদ্য ব্যবস্থাপনা, গাভীর প্রজনন ও নিয়মিত প্রজনন নিশ্চিত করার ব্যবস্থা এবং গর্ভবতী গাভীর যত্ন, প্রসবোত্তর যত্ন এবং বাছুরের পরিচর্যা, বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা, দুধের গুনগত মান ও বাজারজাত করণ কৌশলসহ গাভী পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















