সাতক্ষীরার কলারোয়ায় ত্বহা হজ্ব কাফেলার আয়োজনে হাজ্বী সম্মেলন অনুষ্ঠিত

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ মিঃ কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর সৌজন্যে “হাজ্বী সম্মেলন” অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসরের সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ,অবঃ অধ্যক্ষ আবদুল মজিদ, প্রফেসর আবু বক্কর সিদ্দীক, শেখ তোজাম্মেল হোসেন মানিক,অবঃ জেলা রেজিস্ট্রার ( অবঃ) শেখ আব্দুর রাজ্জাক, কাজী শামসুর রহমান, জাহিদুর রহমান খান চৌধুরী, কবি বখতিয়ার, আতাউর রহমান, হাফেজ রফিকুল ইসলাম,শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, মাওঃ ফিরোজ আহম্মেদ আহমাদ আজাদী, হাফেজ মোঃ জাকারিয়া, হাফেজ এমাম হুসাইন।

স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মুফ্ফারসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী। হাজ্বীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জয়নুদ্দীন মাষ্টার (২০১০), আঃ করিম(২০১১),মাওঃ ইব্রাহিম (২০১২), মাওঃ মনিরুজ্জামান (২০১৩), শেখ আব্দুর রাজ্জাক (২০১৪), মোঃ আশরাফ হোসেন (২০১৫), মোঃ রবিউল আলম(২০১৬), মাওঃ আব্দুস সাত্তার (২০১৮), এবং মোঃ হাফিজুর রহমান,মাষ্টার মোস্তাফিজুর রহমান, আঃ রউফ বিশ্বাস, অবঃ প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী,অধ্যাপক আতিয়ার রহমান, অধ্যক্ষ আঃ ওয়াহেদ দুদু,মাওলানা ইনামুল হাসান।

প্রায় তিন শতাধিক হাজ্বীদের মিলন মেলায় পরিনত হয় কলারোয়া উপজেলা অডিটোরিয়াম। হাজ্বীগন, ত্বহা হজ্ব কাফেলার মুয়াল্লিম মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর সাথে হজ্বে গিয়ে ভাললাগার অনুভূতি ব্যাক্ত করেন এবং নতুন হাজ্বীদের কে আমন্ত্রণ জানান ত্বহা হজ্ব কাফেলার সাথে পালন করার।

মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী স্বাগত বক্তব্যে বলেন,ওমরাহ হজ্জ এবং বড় হজ্জের সময় হাজ্বীদের মক্কা ও মদিনার নিকটে বাড়ী ভাড়ায় থাকার সুবিধাসহ দেশি খাওয়ার ব্যবস্থার সুবিধা আছে। এসময় তিনি বিভিন্ন ঐতিহাসিক স্থান দেখানোর ঘোষণা দেন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুনছুর আলী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী।